প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাইক্রোবাস কার শ্রমিক কমিটির উদ্যোগে শ্রমিক নেতা মীর লুৎফর রহমান লালজু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হবিবুর রহমান খানসহ সকল মৃত শ্রমিক নেতাদের জন্য দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল মাইক্রোবাস কার শ্রমিক অফিসে গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ছানোয়ার হোসেন খান ছানা ও সম্পাদক মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে এ গণভোজের আয়োজন করা হয়।
এসময় প্রায় জেলা বাস-কোচ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা অংশ গ্রহন করেন। এছাড়াও পৃথকভাবে শ্রমিকরা বিশ্বাস বেতকা এলাকায় লুৎফর রহমান লালজু’র বাস ভবনের সামনে গণভোজের আয়োজন করে।