সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৬৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিভিন্ন দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

রোববার সকালে শহরে আকুর টাকুর পাড়া প্রাইমারি টিচার্স ট্রেনিং (পিটিআই) এর সামনে ব্যানার নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক নাজমুল হুদা, কামরুন্নাহার মুন্নি, আল মামুন, রেজাউল করিম, আব্দুল জলিল, মাকসুদ খান, আব্দুল আলিম।

টাঙ্গাইল পিটিআই এর ডিপিএড প্রশিক্ষর্ণার্থীবৃন্দ ও জেলা সহকারি শিক্ষকবৃন্দরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হানিার মমতাময়ী মা। সেই মায়ের কাছে তাদের দাবি গুলো বাস্তবায়ন করার অনুরোধ জানান।

দাবিগুলো হলো, প্রশিক্ষণ প্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, সহকারী শিক্ষকদের ২য় শ্রেণীর মর্যাদা প্রদান, সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করে অফিস সহকারী পদ সৃষ্টির দাবী জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme