প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ঐক্য ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত ৩০জন শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ।
বিশেষ অতিথি ছিলেন, ডেমোক্রেসি ওয়াচ জেলা সমন্বয়কারি ও ঐক্য ইয়ুথ এসোসিয়েশনের উপদেষ্টা শামীম আল মামুন, সজীব ওয়াজেদ জয় পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ হাসনাত আপেল ও সজীব ওয়াজেদ জয় পরিষদ টাঙ্গাইল শহর কমিটির সভাপতি সোহানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঐক্য ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শাহরিয়ার কিবরিয়া রাহিম।
এসময় উপস্থিত ছিলেন রুমান আওয়াল, হৃদয় খান, খন্দকার সিফাত, তনয় ভৌমিক, উৎসব পদ্দার প্রমুখ।