সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

টাঙ্গাইলে ‘সূত্রহীন’ ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করলো পিবিআই

  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৮৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে সূত্রহীন (ক্লু-লেস) খোদেজা খাতুন ধর্ষন ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পিবিআই। পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন জানিয়েছে প্রেমের ফাঁদে ফেলে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে খোদেজাকে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো : মামলার প্রধান আসামী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেঙ্গুলা গ্রামের মৃত নগেন চন্দ্র দাসের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস (২৮)। সহযোগিরা হলো, ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সৌরভ আহম্মেদ হৃদয় (২৩), ধনবাড়ী উপজেলার কেরামজানি গ্রামের মো: গিয়াস উদ্দিনের ছেলে মো: মেহেদী হাসান ওরফে টিটু(২৮) ও ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো: মিজানুর রহমান (৩৭)।

পিবিআই জানায়, চলতি মাসের ৩ আগস্ট টাঙ্গাইলের ভ’ঞাপুর উপজেলার বীর বরুয়া এলাকার ভূঞাপুর-তাড়াকান্দি সড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত একটি মেয়ের লাশ উদ্ধার করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৫ দিনের মধ্যে নিহতের পরিচয় সনাক্ত করে প্রধান আসামীসহ হত্যা ও লাশ গুম করতে সহযোগিতা করায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রধান আসামী শ্রী কৃষ্ণ চন্দ্র দাস খোদেজাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে জানায়, গোপালপুর উপজেলার জয়নগর এলাকার মো: খোকন মন্ডলের মেয়ে খোদেজা খাতুনের সাথে মুঠোফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এসময় আসামী শ্রী কৃষ্ণ চন্দ্র দাস তার নাম পরিচয় গোপন রেখে সানি আহমেদ বলে পরিচয় দেয়। এছাড়াও সে একজন বড় ব্যবসায়ী বলেও জানায়। এরপর থেকে খোদেজাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দেখা করার জন্য জোর করতে থাকে। পরে ২ আগস্ট সোমবার দুপুরে খোদেজা গোপালপুর উপজেলার মনতলা নানীর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে শ্রী কৃষ্ণ চন্দ্র দাসের সাথে দেখা করে এবং গ্রেপ্তারকৃত আসামী মিজানুর রহমানের বাড়িতে যায়। সেখানে একটি ঘরে জোরপূর্বক একাধিকবার খোদেজাকে ধর্ষণ করে। একপর্যায়ে খোদেজা নিজেকে রক্ষায় ডাক চিৎকার শুরু করলে শ্রী কৃষ্ণ চন্দ্র দাস তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এসময় ওই ঘরের বাইরে পাহাড়া দেয় ওই তিন সহযোগিরা। পরে লাশ গুম করার জন্য মিজান একটি সিএনজি ভাড়া করে। সিএনজিটি নিজেরাই চালিয়ে খোদেজার বস্তাবন্দি লাশ নিয়ে ভূঞাপুর-তাড়াকান্দি সড়কের বীর বরুয়া এলাকায় ফেলে দেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme