প্রতিদিন প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বাষির্কী উপলেক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ধারাবাহিকতায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলকের উদ্যোগে ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সার্বিক সহযোগিতায় শহরের নতুন বাস টার্মিনাল সংলগ্ন মিল্কভিটার সামনে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৫ জুন) দুপুরে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফি, টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী জুয়েল, জেলা ছাত্রদলের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ সমাজ কল্যাণ সম্পাদক এম এ বাতেন, ছাত্রনেতা বেলায়েত, আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।