প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০০০ জন।
করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৫জন। আরোগ্য লাভ করেছেন ২৩৭৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৭ জন।
মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২০৬১৬জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘন্টায় নতুন আক্রান্তের মধ্যে টাঙ্গাইল সদরে ৭ জন, ভুঞাপুরে ৫ জন, কালিহাতীতে ২জন ও মধুপুরে একজন রয়েছেন।