সংবাদ শিরোনাম:
নাগরপুরে বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সিন্ডিটেক সক্রিয়   এলেঙ্গায় চাদাবাজি ঘটনায় মুচলেখা দিয়ে ছাড়া পেলেন ৪ বিএনপি নেতা আনন্দ মোহন দে নির্দেশে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর গুলি করে আওয়ামী সন্ত্রাসীরা স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে……. তারেক রহমান  সাংবাদিককে হুমকির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার
টাঙ্গাইল অনুর্দ্ধ ১৪ ঢাকা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন

টাঙ্গাইল অনুর্দ্ধ ১৪ ঢাকা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : ঢাকা বিভাগ (উত্তর) ক্রিকেট টুর্ণামেন্টে টাঙ্গাইল অনুর্দ্ধ ১৪ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অনুর্দ্ধ ১৪ দল সহ কোচ ও সকল কর্মকর্তাদের টাঙ্গাইল প্রতিদিন-এর পক্ষ থেকে অভিনন্দ ও শুভেচ্ছা। একই সাথে আগামীতে সারা দেশের সাথে চ্যাম্পিয়ন হয়ে টাঙ্গাইলের সুনাম বয়ে আনুক এই কামনা করি।

টুর্ণামেন্টে সর্বোচ্চ ১৩ উইকেট সংগ্রহ করেন মেহেদী। খেলায় ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন টাঙ্গাইল দলের অধিনায়ক দেবাশীষ সরকার। টাঙ্গাইল দলের পক্ষে কোচের দায়িত্বে ছিলেন আরাফাত রহমান। গত ৬ জানুয়ারী ময়মনসিংহ ভেনুতে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৫০ ওভারের খেলায় টাঙ্গাইল জেলা দল প্রথমে ব্যাটিংয়ে নেমে সবক’টি উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করেন। জবাবে ময়মনসিংহ জেলা দল সবক’টি উইকেট হারিয়ে ১২২ রান করে। এতে টাঙ্গাইল জেলা দল ৩ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।

এর পূর্বে একই ভেনুতে গত ২২ ডিসেম্বর টুর্ণামেন্টের প্রথম খেলায় টাঙ্গাইল দল ৭ উইকেটে শেরপুর দলকে পরাজিত করে। ২৪ ডিসেম্বর দ্বিতীয় খেলায় গাজীপুর দলের সাথে ৭১ রানে জয়লাভ করে টাঙ্গাইল দল। ২৭ ডিসেম্বর তৃতীয় খেলায় জামালপুর দলের সাথে ৭ উইকেটে জয়লাভ করে টাঙ্গাইল দল ।

২৯ ডিসেম্বর চতুর্থ খেলায় টাঙ্গাইল দল ৩ উইকেটে নেত্রকোনা দলকে পরাজিত করে। এর গত ৪ জানুয়ারী টাঙ্গাইল দলের সাথে নরসিংদী দলের সেমিফাইনাল খেলা হয়। বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন ঘটায় টাঙ্গাইল দল পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে খেলার ঘোষনা দেন কতৃপক্ষ।

টাঙ্গাইল অনুর্দ্ধ ১৪ দলের খেলোয়াররা হলো, অধিনায়ক দেবাশীষ সরকার, সহ-অধিনায়ক মাসরা হোসেন শান, রিফাত, সাবিবুর, সোহান, আবিদ, তুহিন, মেহেদী, আমির হামজা, রিফাত, সামি, নক্ষত্র, জোবায়ের ও রাবিল।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840