সংবাদ শিরোনাম:

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা পেলেন জুবায়ের

  • আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) সম্মাননা পেলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির ভার্চুয়াল উপস্থিতে এ সম্মানা ও সনদপত্র হাতে তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন। সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় এ বছর ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এ স্বীকৃতি পেয়েছেন বলে জানা গেছে।

 উল্লেখ্য, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বিষ্ণুরামপুর গ্রামের মো. জুবায়ের হোসেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর শেষ করেন। এরপর বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত হন তিনি। গত ৯ ফেব্রুয়ারি যোগদানের পর, খাস জমি উদ্ধার, শুনানির মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পতি, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, সহজীকরণ, সরকারি রাজস্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বরাদ্দের ব্যবস্থা করাসহ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করে জেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

এ বিষয়ে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন আমার সংবাদকে বলেন, সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করি। জেলায় শ্রেষ্ঠ হওয়ায় দায়িত্ব আরো বেড়ে গেল। সামনের দিনগুলোতে ভাল কাজের ধারাবাহিকতা আরো গতিশীল হবে ইনশাআল্লাহ্।

এ দিকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সহকারি কমিশনার সম্মাননা পাওয়াতে তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু। সম্পাদনা: সাদেক আলী

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme