প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ ও ব্যর্থ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার দুপুরে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছাদেকুল আলম খোকা।
এরআগে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেত হয়।
বিক্ষোভ সমাবেশে দলের পদবঞ্চিত জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।