প্রতিদিন প্রতিবেদক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসুচির অংশ হিসেবে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোশারফ হোসেন খান।
টাঙ্গাইল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের এভিপি ও ব্যবস্থাপক আসাদুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ ও যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে ১১জন ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।