সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ অনুষ্ঠিত  ভূঞাপুরে টাইলসের দোকানে চুরি, ল্যাপটপসহ নগদ টাকা লুটপাট  টাঙ্গাইলে ৬ ক্লিনিক ও ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়লো বসত ঘরের উপর; বৃদ্ধ নিহত, আহত ১০ বিএনপি’তে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না: স্বপন ফকির কালিহাতীতে বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আ. লীগ নেতার গাড়িতে আগুন নাগরপুরে প্রাথমিকের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ড কমিটির সাথে মতবিনিময়

টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ড কমিটির সাথে মতবিনিময়

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা লকডাউন হওয়ায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ওএমএস (OMS) এর বিশেষ চাল বিক্রির লক্ষ্যে কমিটি গঠিত হয়েছে।

  টাঙ্গাইল পৌরসভার ১৮ টি ওয়ার্ডে তালিকা প্রস্তুত কল্পে ১২ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠিত করা হয়।

সরকারি নির্দেশনা মোতাবেক কমিটিতে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সরকারি কর্মকর্তা/কর্মচারী ১ জন, মনোনীত শিক্ষক প্রতিনিধি ১জন, গণমাধ্যম কর্মী (সাংবাদিক) ১ জন, গণ্যমান্য লোক ২জন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি ১জন, ইমাম/পুরোহিত ১জন, স্থানীয় ব্যবসায়ী ১জন, স্কাউট  প্রতিনিধি ১জন, ওয়ার্ড কমিটি কর্তৃক মনোনীত ১জন’সহ মোট ১২ জনের কমিটি গঠন করা হয়েছে। 

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ২নং ওয়ার্ড কমিটির সাথে মতবিনিময় কালে বলেন, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পৌরসভার মানুষজন উপকৃত হবে। সরকারি নির্দেশনা মোতাবেক কমিটির কার্যপরিধি সম্পর্কে মেয়র বলেন, কমিটির সকল সদস্য সম্মিলিতভাবে স্বচ্ছতার সাথে তার ওয়ার্ডের সকল  মহল্লার প্রকৃত অসহায়, দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন লোক (যেমনঃ রাস্তায় ভাসমান মানুষ, প্রতিবন্ধী, বয়স্ক ব্যক্তি, ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা শ্রমিক, চা এর দোকানদার।

যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় তাদের তালিকা প্রস্তুত করতে হবে। বিশেষভাবে বলা হয়েছে, পৌর এলাকার জন্য ওএমএস খাতে নির্ধারিত মাসিক বরাদ্দ যারা কোন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত নয়, অর্থাৎ যাদের নামে সামাজিক কোনো কর্মসূচির কার্ড করা আছে তাদের বাদ দিয়ে, দরিদ্র নিম্নবিত্ত যাদের কার্ড  নাই তাদের তালিকা করতে হবে।

মধ্যবিত্ত পরিবারের যারা বাইরে খাদ্য সহায়তা চাইতে পারে না তাদের অন্তর্ভুক্ত করতে হবে। একটি পরিবার থেকে একজন উপকারভোগী নির্বাচন করতে হবে।

টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ২নং ওয়ার্ড কমিটির সাথে মতবিনিময় কালে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন আলী  ইকবাল হোসেন আলী, মহিলা কাউন্সিলর মাহমুদা বেগম জেবু, গণমাধ্যম কর্মী (সাংবাদিক) মোঃ রাশেদ খান মেনন (রাসেল), শিক্ষক প্রতিনিধি মোঃ আজহার মাস্টার, গণমান্য সদস্য মোহাম্মদ মোকাদ্দেস অবঃপুলিশ, মোঃ শহিদুল ইসলাম সোমেজ, ইমাম মাওলানা রফিকুল ইসলাম, ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড কমিটি কর্তৃক মনোনীত সদস্য মোঃ হাজী মিন্টু সহ অন্যান্য সদস্যগণ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840