প্রতিদিন প্রতিবেদক: মানবাধিকার কর্মী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি প্রয়াত সাংবাদিক এহসানুল হক খান শাহীনের নামে “শাহীন স্মৃতি পাঠাগার” উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন। প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহবুব কামাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা ।
এসময় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন কবি ও সাহিত্যিক তাদের লিখনী বই পাঠাগারে উপহার দেন। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন এবং পাঠাগার প্রদর্শণ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩০শে নভেম্বর মানবাধিকার কর্মী, দৈনিক আমাদের সময় ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক এহসানুল হক খান শাহীন মারা যান।