সংবাদ শিরোনাম:

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসে প্রশিক্ষনের সমাপনী ও সনদ পত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ১৩০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে ‘সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে ইন্দো-বাংলা যৌথ প্রশিক্ষণ সম্প্রীতি-৮-এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত বাংলাদেশ ভারতীয় হাই কমিশনার শ্রীমতি রিভা গাংগুলী দাস।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামিম।

এ সময় বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা উন্নয়নের অংশ হিসেবে যৌথ এ অনুশীলন ‘সম্প্রীতি’ অনুষ্ঠিত হচ্ছে।

গত ১ মার্চ থেকে প্রশিক্ষণটি শুরু হয়েছিলো। প্রশিক্ষণে উভয় দেশের ৬০ জন অফিসার, ২০ জন জেসিও ও ২৬০ জন অন্যান্য পদবীর সেনা সদস্য অংশ নেয়।

উল্লেখ্য, ২০১০ সাল হতে এক বছর অন্তর অন্তর এই অনুশীলন পর্যায়ক্রমে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এ বছরের অনুশীলনের আভিযানিক ও প্রশিক্ষন কার্যক্রমের পাশাপাশী সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme