প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের উদ্যোগে ’দেহের ভাষা এবং শিক্ষণ ও শেখায় এর প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।
সেমিনার পরিচালনা করেন ইনিস্টিটিউট চার্টার্ড এ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সাবেক সভাপতি এম ফরহাদ হুসাইন এফসিএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ।
সেমিনারের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ মওদুদ-উল-হক।
এ সময় বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।