প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ ও শহীদ মুক্তিযুদ্ধ জাদুঘর জাতীর জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামানা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মে) বিকেলে টাঙ্গাইল শহরের পুরাতন বাসটার্মিনা মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার-উল আলম শহীদ।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্টর কামান্ডাস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, টাঙ্গাইল এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু মোহাম্মদ এনায়েত করিম।
নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন, বাসাইলের মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বাসেদুল আলম, সখিপুরের শামসুল হক, টাঙ্গাইল সদরের সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ।
অনুষ্ঠানে মোনাজত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান।
অনুষ্ঠান সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন জেলা মুক্তিযোদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রায় চারশতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।