প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) শহরের কোদালিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রফেসর ডা. এন.আই জাকির ও টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক মোঃ আসাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎস্বর্গ ফাউন্ডেশনের নির্বাহী মোঃ শরিফ।