সংবাদ শিরোনাম:

টাঙ্গাইল রেড ক্রিসেন্টের উদ্যোগে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে জীবন জীবিকায়ন কর্মসূচিতে উপকারভোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

২৭ জুন সোমবার সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যানে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি (ওঋজচ: চযধংব- ঞড়ি) ২য় পর্যায় এর আওতায় ৫০জন উপকারভোগীর হাতে এ চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট জাফর আহমেদ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের কার্যনিবাহী সদস্য সুবাস চন্দ্র সাহা, শেখ ফরিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আইএফআরপি প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন, আইএফআরসি রেজিলিয়ান্স এন্ড ওয়াশ ম্যানেজার বিপ্লব কান্তি মন্ডল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আইএফআরপি সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: আকবর আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের লেভেল কর্মকর্তা এটিএম জিয়াউল আহসান, টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মো: মোস্তাক হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আইএফআরপি প্রোগ্রাম অফিসার মো: মতলেবুর রহমান, যুবপ্রধান আল-আমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের এ্যাডমিন এন্ড একাউন্ট সহকারী বিজয় কুমার মোহন্ত প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিন চরপৌলি, গয়লা হোসেন, আন্দারমানিক, ইছাপাশা কমিউনিটির ৫০ জন সদস্যবৃন্দের মধ্যে জাল এবং নৌকা ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা করে ৭ জন, টেইলারিং সহায়তার জন্য ১০ হাজার টাকা করে ১৩ জন, রিক্সা ও ভ্যান ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা করে ১৩ জন, টেকনিক্যাল সহায়তার জন্য ১০ হাজার টাকা করে ৪ জন এবং ছোট ব্যবসার জন্য ২০ হাজার টাকা করে ১৩ জন উপকারভোগীকে মোট ৯ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme