সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে র‌্যাবের ব্যতিক্রমী বাজার ব্যবস্থা

টাঙ্গাইলে র‌্যাবের ব্যতিক্রমী বাজার ব্যবস্থা

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে টাঙ্গাইল র‌্যাব ব্যতিক্রমী বাজার ব্যবস্থাপনা শুরু করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকালে শহরের বটতলা বাজারে টাঙ্গাইল র‌্যাব- ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এ কার্যক্রম শুরু করেন।

র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমন এড়াতে এবং বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটি বাজারে জনসমাগম কমাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে আমরা র‌্যাব-১২ এর পক্ষ থেকে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছি।

বাজার করতে আসা সকলকে জীবানুনাশক স্প্রে দিয়ে নিদিষ্ট লাইনে বাজার করতে হবে। বাজার শেষে যাওয়ার ২টি ভিন্ন রাস্তা রয়েছে। সেখানেও জীবানুনাশক স্প্রে দিয়ে বের হতে হবে। আমরা চাই সবাই লাইন মেনে চলবে ও করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840