প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদরের ব্রাক্ষণকুশিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী প্রভাবশালী সনাতনধর্মালম্বিরা।
আহতদের মধ্যে দুইজনকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আনাসর মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সদর উপজেলার গালা ইউনিয়নের ব্রাক্ষণকুশিয়া রেললাইনের ধারে সরকারি পতিত জমিতে সবজি আবাদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল রহমান রেজা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ কুমার সরকার, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো: শফিকুল ইসলাম (তন্ময়) ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) ওমর ফারুক।
এ ঘটনায় আহতরা হলেন-ব্রাক্ষণকুশিয়া গ্রামের মো: শহীদ মিয়া (৫৫) তার মা রহিমা বেগম(৭৬) তার স্ত্রী মোছা: সাবিনা বেগম (৩৭) তাদের ছেলে মো: বেল্লাল হোসেন (২২) ও মো: মোস্তফা মিয়া (১৮)।
গুরুত্ব আহত অবস্থায় তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভতির্ করা হয়। সেখানে বেল্লাল ও মো: মোস্তফার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা রেফার করেন হাসপাতালে কর্মরত চিকিৎসক। অহত অপর দুইজন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা ও এলাকাবাসী জানান, সকালে রেল লাইন সংলগ্ন সরকারি পতিত জমিতে সবজি গাছ আবাদ করতে যায় মোহাম্মদ শহীদের পরিবার। পরে সেখানে প্রতিবেশী খোকা দাশের পরিবারের সদস্যরা একই জমিতে ঘাস রোপন করতে যায়।
এ সময় খোকা দাশের পরিবারের সদস্যরা শহীদের পরিবারের লোকজনদের সবজি আবাদ করতে বাঁধা দেয়। এবং কোন দিন ঘটনাস্থলে কোন প্রকার আবাদ না করার জন্য হুমকী প্রদান করে।
এ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা কথা বললে খোকা দাশের পরিবারের মধ্যে সুধার দাস তার স্ত্রী জয়ন্তী দাস উত্তেজিত হয়ে তার ছেলেদের হাতে লাঠি-সোঠা ও ধারালো অস্ত্র নিয়ে মো: শহীদ মিয়ার বাড়ীতে হামলা চালায়। এ সময় শহীদের ঘরবাড়ি ও সবজি বাগান ভাংচুর করেে।
এতে বাঁধা দেওয়ায় শহীদের বৃদ্ধ মা রহিমা (৭৬) তার সন্তানদের এলোপাথালী মারপিট করে মাটিতে ফেলে রাখে।পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়।পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এলাকাবাসী আরো জানান, এই গ্রামে সনাতনধর্মালম্বীরা প্রভাবশালী ও সরকারী দলীয় রাজনীতির সাথে জড়িত হওয়ায় কোন মুসলিম লোক কথা বলতে পারে না। কোন কিছু হলেই তারা সংর্ঘবদ্ধ হয়ে মুসলিমদের উপর হামলা চালায়।
প্রতিবাদ করলে বিভিন্ন ভাবে হয়রানি সহ প্রাণনাশের হুমকী দেয়া হয়।কোন অন্যায় করলেও তাদের সাথে কোন মুসলিম পরিবার ঝগড়ায় ঝড়িতো হয় না।
ঘটনার পর খবর পেয়ে কোন প্রকার অপ্রিতীকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে তাৎক্ষনিক ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়।
এ ঘটনার ঘটনাস্থলে থম-থমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।
অপর দিকে প্রতিপক্ষ একই গ্রামের মৃত-খোকা দাসের ছেলে সুধার দাস (৫০) অভিযোগ করে বলেন, সে নিজে সহ তার ছেলে শিপন দাস (২৪), রিপন দাস (১৪) এ ঘটনায় গুরুত্ব আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এর আগে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মালঞ্চ পশ্চিম পাড়া গ্রামবাসী। মগড়া ইউনিয়নের মালঞ্চ গ্রামের দুই তরুনের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে গ্রামের ধলেশ্বরী নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৬জুলাই) বিকেলে নদীর পাড়ে প্রায় ৫শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০জুন আনুমানিক ১১টার দিকে মালঞ্চ পশ্চিম পাড়া গ্রামেরমৃত.আব্দুস সবুর মন্ডলের ছেলে হৃদয় হোসেন (১৪), মো: ময়নাল হোসেনের ছেলে আব্দুল আলীম (১৪) ও স্থানীয় অপর তরুণ আহাম্মদ হোসেন বাবু (১৫)
এরা তিনজন একত্রে বাড়ী হতে হাফ কিলোমিটার পানিতে সাতইরাইয়া মালঞ্চ পশ্চিম পাড়া জনৈক মন্ডলের পুকুর পাড়ে লাগানো কলা বাগানে কলাগাছ কেটে ভেলা বানাতে যায়। কিন্তু সেখান থেকে দুইজন ফিরে আসলেও আহাম্মদ হোসেন বাবু আর ফিরে আসেনি।
পরদিন (১ জুলাই) বাবুর পরিবারের লোকজন হৃদয় ও আব্দুল আলীম-এর নামে হত্যার অভিযোগ এনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর গত (২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে রাঙ্গাচিড়া গ্রাম থেকে হৃদয় ও আব্দুল আলীম কে গ্রেফতার করেন পুলিশ। পরে ফৌজধারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় গ্রেফতারকৃতদের জবানবন্ধি লিপিবদ্ধ করে আদালতে সোপর্দ করা হয়।
মানববন্ধন চলাকালে হৃদয়ের মা মোছা: সাহেরা বেগম জানান, আমার স্বামী নেই।আমি খুবই গরীব এবং অভাবী মানুষ।অন্যের বাড়ি কাজ করে সংসার চালাই। আমাদের দেখার ও সহযোগিতা করা কেউ নেই।
আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ।সে কোন দিন কারো সাথে কোন প্রকার অপরাধমূলক কাজে লিপ্ত হয়নি। তারা ষড়যন্ত্রমূলক ভাবে আমার ছেলেকে আসামী করে জেল-হাজতে পাঠিয়েছে। তিনি এর সুষ্ঠ তদন্তের দাবী জানান।
আব্দুল আলীমের মা মোছা: আলিয়া বেগম জানান, আমার স্বামী ভ্যান গাড়ি চালিয়ে সংসার চালায়। আমরা দিন আনি দিন খাই। কার কাছে সাহায্য চাব বুঝে উঠতে পারছিলাম না।
পরে এলাকাবাসীর সাহায্যে আমরা মানববন্ধন করতে পারছি। তিনি আরো বলেন, আমার ছেলের কোন দোষ নেই।এ অপরাধের সাথে আলীম ও হৃদয় জড়িত নয়।গরীব বলে তারা আমাদের ছেলের নাম দিয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, হৃদয় ও আব্দুল আলীম ওরা কোন হত্যার সাথে জড়িত না।এরা গরীব অসহায় দরিদ্র পরিবারের সন্তান।একটি কূচক্রী মহল নিজেদের ফয়দা লুটার জন্য এসব গরীব পরিবারের ছেলেদের নামে হত্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে।আমরা তাদের মুক্তির দাবী সহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
মগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. স্বপন মিয়া জানান, হৃদয় ও আব্দুল আলীম এদেরকে ছোট বেলা থেকে দেখে আসছি ওরা অনেক ভাল ছেলে।আমার মনে হয় ওরা এ কাজের সাথে জড়িত নয়।তিনি এ ব্যাপারে সুষ্ঠ তদন্তের দাবী জানান।
এ ব্যাপারে মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: আজহারুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম।এর পূবের্ কেউ এ বিষয়ে কোন প্রকার কিছু আমাকে জানায়নি।জানাইলে হয়তো গ্রামবাসীদের সাথে নিয়ে কিছু করা যেত।