সংবাদ শিরোনাম:
স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে……. তারেক রহমান  সাংবাদিককে হুমকির প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুর্নীতি আর অনিয়মের অভিযোগ পদত্যাগে বাধ্য হলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কালিহাতীতে কলেজের জমি স্ত্রীর নামে দলিল করার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে টাঙ্গাইলে শিহ্মার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিহ্মোভ মিছিল
টাঙ্গাইল সদর এলজিইডি’র গাফিলতিতে ঝড়তে পাড়তো শত প্রাণ

টাঙ্গাইল সদর এলজিইডি’র গাফিলতিতে ঝড়তে পাড়তো শত প্রাণ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার এলজিইডি কর্মকর্তার গাফিলতির কারণে ঝড়ে যেতে পাড়তো শত প্রাণ।ঝুঁকিপূর্ণ জেনেও কোন প্রকার মেরামত ও নিষেথাজ্ঞা ছিল না এলজিইডি কতৃপক্ষের।

ব্রীজটি ভেঙ্গে যাওয়ার পর এলজিইডি কতৃপক্ষ বলছে ব্রীজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ ছিল।

যে কারণে অতিরিক্ত বালুভর্তি ট্রাক ব্রিজে উঠতেই ভেঙ্গে পড়লো ব্রীজ।

এই ব্রীজ দিয়ে প্রতিদিন পশ্চিমএলাকার পাঁচটি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষের যাতায়াত।

যে কোন সময় এসব অসহায় পথচারী সাধারণ খেটে খাওয়া মানুষের প্রাণহানি ঘটতে পারতো।

শনিবার সদর উপজেলার চারাবাড়ি সড়কের সন্তোষ বাজারের পশ্চিম পাশে ”লালপুল” নামে খ্যাত অতিরিক্ত বালুভর্তি ট্রাক বেইলী ব্রিজ পার হওয়ার সময় ভেঙ্গে পড়ে।

এতে পশ্চিমের ৫টি ইউনিয়নের বাসিন্দাদের বিকল্প সড়ক ব্যবহার করে সদরে আসতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জানায়, বালু ভর্তি একটি হিচার ড্রাম ট্রাক ব্রিজটি পার হচ্ছিল। এ সময় অতিরিক্ত ওজনের কারনে ব্রিজটি কাঁপতে থাকে।এক পর্যায়ে ব্রিজটি হেলে পড়ে । ট্রাকটি ব্রিজের মধ্যে আটকা পড়ে। সে সময় ব্রিজটিতে অন্য কোন যান বাহন না থাকায় কোন প্রান হানির ঘটনা ঘটেনি।

এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন জানান, ব্রিজটি ভেঙ্গে পড়ার খবর পাওয়া মাত্রই উর্দ্ধতন কতৃপক্ষ অবহিত করা হয়েছে ও সদরের সাংসদ ছানোয়ার হোসেনের সাথে পরামর্শ করা হয়েছে।

ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামতের করা হবে। জনদূভোগ কমাতে ছোট্র যানবাহন চলাচলের জন্য অস্থায়ী ভাবে বিকল্প সেতু তৈরী করা হচ্ছে।

উল্লেখ্য, এই সড়কটি দিয়ে টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলের পোড়াবাড়ী, দাইন্যা, কাতুলী, হুগড়া ও মাহমুদ নগর ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোক যাতায়াত করে।

ব্রিজটি ভেঙ্গে পড়ায় এই অঞ্চলের লক্ষাধিক অধিবাসী যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। এ ছাড়া মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়,   সরকারী মওলানা মোহাম্মদ আলী কলেজ, জাহ্নবী বিদ্যালয়ে টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলেল ৫টি ইউনিয়নের ছাত্র-ছাত্রী এই ব্রিজটি ব্যবহার করে তাদের নিজ নিজ বিদ্যালয়ে যাতায়াত করে থাকে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840