সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইল সদর সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ১০১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সদর সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী রিনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নানা অজুহাতে প্রকাশ্যেই সাব-রেজিস্ট্রারের নাম ভাঙ্গিয়ে চলছে অর্থ আদায়ের মহোৎসব।

টাঙ্গাইল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে প্রতিনিয়ত চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। দলিল গ্রহীতাদের অভিযোগ, বিভিন্ন কৌশল অবলম্বন করে ইচ্ছামত টাকা হাতিয়ে নিচ্ছেন সাব রেজিস্ট্রারের সহকারী রিনা আক্তার। এতে সাধারণ মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। একদিকে জমির শ্রেণী পরিবর্তন করে দলিল করাতে সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ফলে সরকারের উন্নয়ন খাত ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় অফিস সহকারী রিনা আক্তার অফিসের কর্তা হিসেবে সব কর্মকান্ড পরিচালনা করছেন। তার বিরুদ্ধে কোনো দলিল লেখক কথা বললে কোনো অজুহাতে তার দলিল রেজিস্ট্রি হয় না। অফিস সহকারীর এ দাপটের কারণে অতিষ্ঠ দলিল লেখকরা। অন্যদিকে টাঙ্গাইলে সাব-রেজিস্ট্রার না থাকায় এখানে খন্ডকালীন সাবরেজিস্ট্রারের দায়িত্ব পালন করায় ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা ও বিক্রেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, দলিল করতে সহকারী রিনা আক্তারকে দলিল ইস্টিমেট বাবদ ও সরকারের ফি ছাড়াও সেরেস্তা খরচ বাবদ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এতে গ্রাহকরা যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে আমরাও হচ্ছি হয়রানীর শিকার।

এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী রিনা আক্তার বলেন, সেরেস্তায় আমার কিছু খরচ হয়। এ বিষয়ে সদর উপজেলার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ জহুরুল হক বলেন, অতিরিক্ত টাকার নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme