সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

টিকা তৈরির আগেই করোনা ‘প্রাকৃতিকভাবে চলে যেতে পারে’!

  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬১২ বার দেখা হয়েছে।

অনলাইন ডেস্ক: করোনায় কাঁপছে সারা বিশ্ব। এই মারণ ভাইরাসে সারা বিশ্বের প্রায় ৪৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য বিজ্ঞানীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। অক্সফোর্ডে একটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। যদি তারা সফল হন তাহলে সেপ্টেম্বরের মধ্যে ৩০ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করবে অক্সফোর্ডের গবেষক দলটি। এছাড়াও চীনে আরো কয়েকটি ভ্যাকসিন তৈরির কাজ চলছে।

ভ্যাকসনি বা ওষুধ নিয়ে যখন দ্রুত কাজ চলছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন এক বিশেষজ্ঞ বলেছেন, কোনো টিকা তৈরির আগেই ভাইরাসটি প্রাকৃতিকভাবে পুড়ে শেষ হয়ে যেতে পারে। মানে নিজ থেকেই এই ভাইরাস ধ্বংস হয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রোগ্রামের প্রাক্তন পরিচালক প্রফেসর কারল সিকোরা এই দাবি করে এক টুইট করেছেন।

প্রফেসর কারল সিকোরা লিখেছেন, করোনাভাইরাস চলে যাওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে। কোনো টিকা তৈরির আগে ভাইরাসটি প্রাকৃতিকভাবে পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমরা সর্বত্র প্রায় একই ধরনের প্যাটার্নই দেখছি। আমার মনে হয়, আমাদের অনুমানের চেয়ে বেশি রোগপ্রতিরোধ ক্ষমতা রয়েছে।

তিনি লিখেছেন, ভাইরাসটিকে ধীরগতিতে ছড়ানো জন্য কাজ করতে হবে আমাদের। তবে এটি নিজেই একসময় গিয়ে আর ছড়াতে পারবে না। অনেকেই তার দাবিটি নিয়ে প্রশ্ন তুললে তিনি বলেন, আমার মতে এটি একটি সম্ভাব্য পরিস্থিতি। কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না, ‘আসলে কী হবে?’ আমি বিশ্বাস করি এমন অজানা পরিস্থিতিতে এটি একটি সম্ভাবনা।

তবে প্রফেসর সিকোরা ভাইরাসের বিস্তার কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, করোনা ঠেকাতে আমাদের সামাজিক দূরত্ব অব্যাহত রাখতে হবে। আশা করি এমন পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme