প্রতিদিন প্রতিবেদক: ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নেই কর্মস্থলে ফেরা মানুষের চাপ। এর ফলে মহাসড়কে নেই বাড়তি গণপরিবহণ। ঈদুল আযহার ছুটির শুরুতে এ মহাসড়কে ঘরমুখো মানুষের যে ঢল ছিল, ছুটির শেষে ঠিক তার বিপরীত।
বুধবার ১৩ জুলাই দুপুরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর, ঘারিন্দা, রাবনা, রসুলপুর, পৌলী ও এলেঙ্গা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
মহাসড়কে স্বাভাবিক দিনের মতই চলাচল করছে গণপরিবহণ। সড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী বাস ও ব্যক্তিগত কিছু গাড়ি চলাচল করতে দেখা গেলেও নেই বাড়তি কোন গণপরিবহন। এর ফলে মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছেন পরিবহন শ্রমিকরা। নেই যানজট বা পরিবহণের ধীরগতি। অনেকটাই ফাঁকা সড়কে চলাচল করছে গণপরিবহন।
মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ঢাকাগামী সায়ান পরিবহণের একটি বাসসহ বিভিন্ন বাসেও যাত্রী তুলতে দেখা গেছে। ওই বাসগুলোর অধিকাংশ সিটই ফাঁকা। ফাঁকা সড়ক পেয়ে পায়ে হেটেই পারাপার হচ্ছেন হকার, যাত্রীসহ সাধারণ মানুষ। সায়ান পরিবহণ বাসের সহকারি রেজাউল বলেন, ঈদের ছুটি শেষ হলেও বাসস্ট্যান্ড বা সড়কে তেমন একটা যাত্রী নেই। কিন্তু গাড়ির খরচ তো আছেই। এ কারণে বাধ্য হয়ে যাত্রী তুলছি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী সবকটি সড়কেই স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। এছাড়াও মহাসড়কে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে পুলিশ।