সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় টোল প্লাজার অদূরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারী ও দুই শিশুসহ ৬ জন নিহতের ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকাগামী একতা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড পেড়িয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে বাস যাত্রী এক নারী, দুই শিশু এবং মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান। তিনি আরো জানান হতাহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাসযাত্রী মোছাঃ জান্নাতুল খাতুন বলে, চাঁপাই থেকে সাড়ে সাতটায় উঠে ঢাকায় যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর উপরে বাসটি পৌঁছালে তিনি ঘুমিয়ে পড়েন। পরে সেতু পূর্ব পাড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এসময় ফায়ার সার্ভিস ও সেতুর লোকজন বাস থেকে আমাদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. আতাউল গণি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, নিহতদের প্রত্যেক পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকবাবে বিশ হাজার করে টাকা বরাদ্দ করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের নেতৃত্বে বিআরটিএ, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme