প্রতিদিন প্রতিবেদকঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় আল-আমিন (২৩) নামের হেলপার মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের দেলদুয়ারের ডুবাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। নিহত আল-আমিন নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী এলাকার আজমত মিয়ার ছেলে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, টাঙ্গাইলগামি পণ্যবুঝাই দ্রুতগতির একটি ট্রাক রড বুঝাই আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ধাক্কা দেয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। সেখানে চালাক এবং তার সহযোগী আটকে পড়ে। চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সহযোগী (হেলপার) ঘটনাস্থলেই মারা যান।