সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ত্রাণ নিয়ে সিলেট যাচ্ছেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘আমরা জনগণের টাকায় পড়াশুনা করি তাই দায়বদ্ধতা রয়েছে’ এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে ও সাড়ে চার লাখ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে সিলেটে যাচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার ২২ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে রওনা দেবেন শিক্ষার্থীদের ২০-২৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, এলাকাবাসী ও অনলাইন ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা প্রায় সাড়ে চার লাখ টাকার ত্রাণ সামগ্রী ৬০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হবে। যার প্রতিটিতে থাকছে চাল ৩ কেজি, চিড়া দেড় কেজি, ডাল ৫০০ গ্রাম, খেজুর ৫০০ গ্রাম, বিস্কুট ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, পানি ২ লিটার, স্যালাইন ৫ টি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২ টি, নাপা ট্যাবলেট ১০ টি, সাবান ১ টা, সাবানের গুড়া ১ প্যাকেট, মোমবাতি ৫ টি ও গ্যাসলাইট ১ টি।

তারা আরও বলেন, সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এছাড়া অন্যান্য অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্থ এমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদানের পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন, দেশের যে কোন দূর্যোগে ছাত্রলীগ বসে থাকেনি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ অন্যান্য ছাত্রসংগঠনের সম্বলিত প্রচেষ্টায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছি। আমরা জনগণের টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। তাদের প্রতি আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যারকে কারণ তিনি বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে আমাদের এ কাজে সহযোগিতা প্রদান করছেন।বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সোহেল বলেন, আমরা ৮টি টিমে বিশ্ববিদ্যালয়সহ টাঙ্গাইল শহরের অলিগলি থেকে অর্থ সংগ্রহ করেছি। সকলেই এর পিছনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দেশ-সমাজ ও জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে।

এ ব্যাপারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন জানান, জাতীয় সমস্যায় বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এটা গর্বেও বিষয়। শিক্ষার্থীরা আমার কাছে যাতায়াতের জন্য সহযোগিতা চাওয়া আমি তাদের জন্য বিশ^বিদ্যালয়ের একটি বাস বরাদ্দ দিয়েছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme