প্রতিদিন প্রতিবেদক মধুপুর : দুস্থ ও অসহায় এক বৃদ্ধাকে নিজ হাতে খাবার খাওয়ালেন মধুপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো: তারিক কামাল।
সারাদেশে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে আতংকের মধ্যে পুলিশ বাহিনী তাদের কর্তব্য ও দায়িত্ব পালনে আরও বেশি তৎপর হয়ে উঠেছে। বাংলাদেশের ইতিহাসে পূর্বের সব রেকর্ড ভেঙে পুলিশ এখন মানবতার সেবার দিক দিয়ে প্রশংসার দাবিদার হয়েছে।
পুলিশ জনগনের বন্ধু এই স্লোগানটি বর্তমান পরিস্থিতিতে মানুষের মনে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ তারিক কামাল মধুপুর দৈনিক বাজার রোডে জনৈক এক দুস্থ বৃদ্ধাকে নিজ হাতে খাবার খাওয়ালেন।
একই সাথে বৃদ্ধার চিকিৎসার জন্য এস আই আল আমিন কে দিয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।