প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : টাঙ্গাইলের দেলদুয়ারে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যেগে ও দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো: আতাউল গনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,
বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, (ওসি তদন্ত) মো: কামাল হোসেন, দেলদুয়ার সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু। কর্মশালা পরিচালনা করেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্য ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।