প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে উপজেলা ভূমি অফিস এবং পল্লী দারিদ্র বিমোচন অফিসের দুই কর্মচারী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত উপজেলায় ৪ শতাধিক জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৮ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ এসেছে। সুস্থ্য হয়েছেন ২২ জন, মারা গেছেন ১ জন।