প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে ৫ কেজি গাজা সহ আলমগীর হোসেন (৩০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) গভির রাতে উপজেলার পাথরাইল ইউনিয়নের শুভকী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেয়া তথ্যমতে রান্নাঘরে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাজা উদ্ধার করা হয়।
আলমগীর ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে সাইদুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৫ কেজি গাজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।