প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ-২০২০) উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন ও দেওয়ান তাহমিনা হক, সহকারী কমিশনার (ভূমি) রোজলিন শহিদ চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি মো.ফজলুল হক, সম্পাদক এম শিবলী সাদিক সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।