প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেলদুয়ার উপজেলা প্রেসক্লাব প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন দেলদুয়ার প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর উপজেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম।
প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক মানবজমিন সাংবাদিক অপু তালুকদার শিপলু, সহ-সভাপতি দৈনিক সংবাদের সাংবাদিক কবিরুল ইসলাম, যুগ্নসম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আসাদুজ্জামান খান ডলার, কোষাদক্ষ ও দিনকালের সাংবাদিক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক বাংলাদেশের খবর পত্রিকার সাংবাদিক এম. তারিকুল ইসলাম তাহের, সদস্য দৈনিক করতোয়ার সাংবাদিক মো. আরিফুল ইসলাম।
Leave a Reply