সংবাদ শিরোনাম:

ধনবাড়ীতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

হাফিজুর রহমান: ধনবাড়ীতে কেরামজানী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, বীরতারা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বলিভদ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ: লতিফ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন।

এসময় সাংবাদিক হাফিজুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জহুরা সিদ্দিকা, লুৎফুন্নাহার, ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত আলী, হারুন অর রশিদ ও শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme