হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ীতে সরকারের দেওয়া হতদরিদ্রদের মাঝে ১০ টাকা মূল্যের মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ আক্টোবর) ধোপাখালী ইউনিয়নের কদমতলী বাজার, ভাইঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ চাল বিরতন করা হয়।
কদমতলী বাজারে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নানের সভাপত্বিত্বে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ওয়াহিদুল ইসলাম, ডিলার মমিনুর ইসলাম (কাজল), ট্যাগ অফিসার আব্দুল খালেক , ডিলার সবুজ, আওয়ামীলীগ নেতা শফি উদ্দিন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য নারায়ন, আজাহার ও সুলতান।
প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া ১০ টাকা কেজি চাল পেয়ে খুশি ধোপাখালী ইউনিয়নের উপকার ভোগী পরিবারের লোকজন।