প্রতিদিন প্রতিবেদক মধুপুর : পবিত্র ঈদ-উল আযাহা উপলক্ষে বুধবার(২৯ জুলাই ২০)ইং টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভায় ৩ হাজার ৮১ জন ও ধোপাখালী ইউনিয়নে ১৫ শ ১৭ জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে প্রধান মন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
অপরদিকে ধনাড়ীর ধোপাখালী ইউনিয়নের ১৫ শ ১৭ জন অসহায় দরিদ্র লোকের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন ধোপাখালী ইউপি চেয়ারম্যান আকবর হোসেন ও ট্যাগ অফিসার ধনবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম ।
এসময় মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, ইউপি সদস্য মারুফ হাসান, আব্বাস আলী উপস্থিত ছিলেন।