হাফিজুর রহমান.ধনবাড়ী: ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, স্বাস্থ্যবান ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকারের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হাবিল উদ্দিনের সভাপতিত্বে মিড-ডে মিল কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। শিক্ষক সোলাইমান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু।
বিশেষ অতিথি ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন নাহার লীনা বকল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আ: ছালাম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী প্রমূখ।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের প্যাকেট তুলে দেন অথিতি বৃন্দরা।
পরে টাঙ্গাইল জেলা প্রশাসক ও ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দরা।