প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: “দক্ষ হয়ে বিদেশ গেলে , অর্থ সম্মান দুই-ই মেলে” এ শ্লোগানে নাগরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, চিত্রাস্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ এর সঞ্চালনায় বক্তব্য
রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, বাওপা পরিচালক আব্দুর রউফ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।