প্রতিদিন প্রতিবেদক নাগরপু: নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মুজিববর্ষ উদযাপন, তৃনমুল পর্যায় থেকে নাগরপুর উপজেলা আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-০৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু,
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-০২ (ভূয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন। এসময় নাগরপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।