প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দিনব্যাপী ঐতিহ্যবাহী যদুনাথ ময়দানে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় উপজেলার ১২ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন প্রতিযোগিরা অংশগ্রহন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, আসাদুজ্জামান চৌধুরি, জি এম ফুয়াদ মিয়া, আব্দুর রশিদ, আব্দুল মজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল হক মুকুল, সাধারন সম্পাদক মো.হারুন অর রশিদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।