প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কৈশোরকালীন প্রজনন, স্বাস্থ্য, পুষ্টি,নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প:প: কর্মকর্তা ফরহাদ আলী খান, উপজেলা প:প: কর্মকর্তা মাহাবুবুর রহমান খান, ডা: প্রিয়াংকা দাস, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, মো. আনোয়ার হোসেন।
এসময় কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।