প্রতিদিন প্রতিবেদক, নাগরপুরে : “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিস আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান, ছামিনা বেগম শিপ্রা,সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার, সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভার শেষে বয়সক ভাতাভূক্তিদের কার্ড প্রদান করা হয়।
বক্তরা বলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার )আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর প্রচেষ্টায় নাগরপুর উপজেলায় শত ভাগ বয়সক ভাতা ও বিধবা ভাতা নিশ্চিত করা হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।