সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

নাগরপুরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও বেতন ভাতা নেই আনসার ভিডিপি সদস্যদের

  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৮৭১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রক্ষায় নিয়োজিত আনসার বাহিনীর ভিডিপি সদস্যরা বিনা বেতনেই অনেকটা স্বেচ্ছাশ্রমের ওপর ভিত্তি করেই পালন করে যাচ্ছে তাদের উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব।

এ দায়িত্ব পালন করে তারা কোন প্রকার বেতন ভাতা পাবেন না জেনেও দেশের এ সংকটময় মূহুর্তে নিজেদের সবটুকু শ্রম দিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নাগরপুরকে রক্ষা করে চলেছেন। করোনা ভাইরাসের প্রভাবে উপজেলার বিভিন্ন প্রবেশ পথে স্থাপিত চেক পোষ্টে কোন প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়াই পুলিশের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন আনসার ভিডিপি সদস্যরা।

কিছু কিছু চেকপোষ্টে শুধু আনসার ভিডিপি সদস্যদেরকে দায়িত্ব পালন করেতও দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকেও তাদের দেওয়া হয়নি কোন প্রকার সুরক্ষা সামগ্রী। অথচ নিজেদের পরিবার-পরিজনের ভরণ পোষণের দায়িত্ব কাঁধে নিয়ে আনসার ও ভিডিপিতে যোগ দিয়েছিলেন তারা। প্রত্যাশিত বেতন ভাতা ও রেশন না পেয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন এ উপজেলায় কর্মরত আনসার ভিডিপি সদস্যরা।

অথচ তারা পুলিশ ও প্রশাসনকে প্রয়োজনমতো বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করেন। তাছাড়া শান্তিশৃঙ্খলা রক্ষা, দূর্যোগ মোকাবিলায় এই বাহিনীর তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি গ্রামে ও ইউনিয়নে আনসার বাহিনীর ভিডিপি সদস্যের বিরাট একটি অংশ শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে। এরা জীবন বাজি রেখে সমাজে শান্তিশৃঙ্খলা স্থাপনে প্রয়োজনে সাড়া দিয়ে যে ভূমিকা পালন করেন তা অত্যন্ত প্রশংসনীয়।

উপজেলার আনসার ও ভিডিপির প্রায় ৩০ হাজার সদস্যের মধ্যে নিয়মিত নামমাত্র ভাতা পান মাত্র ৪৭ জন সদস্য। সাধারণ সদস্য যারা তারা ‘নো ওয়ার্ক-নো পে’ এই ভিত্তিতে আনসারের সদস্যভুক্ত তালিকায় রয়েছেন। সাধারণ সদস্য সরকারের বিভিন্ন বাহিনীর ডাকে সাড়া দিয়ে নিয়মিত কাজ করে গেলেও তারা শ্রমানুযায়ী কোনো প্রকার বেতন ভাতা না পাওয়ায় পারিবারিক জীবনযাপনে অত্যন্ত দুঃখ-কষ্টে দিনানিপাত করছেন।

বিভিন্ন কর্মকান্ডে আনসার বাহিনীর সদস্যরা যেভাবে সরকারের ডাকে বিভিন্ন সময়ে শান্তিশৃঙ্খলা রক্ষায় যে ধরনের অবদান রাখে তা উল্লেখযোগ্যও বটে। তাদের এই পরিশ্রমকে মূল্যায়ন করে রেগুলার আনসার সদস্যদের মতো নির্দিষ্ট অংকের বেতন ভাতা ও রেশন দিয়ে জীবিকা রক্ষায় সরকারি আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো.জাইদুর রহমান জাহিদ বলেন, নাগরপুর উপজেলায় যারা আনসার ভিডিপি সদস্য হয়েছেন তারা নো ওয়ার্ক নো পে ভিত্তিতেই সদস্য হয়েছেন। যারা এখন করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন তাদের ভাতার বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে সহযোগিতা করার চেষ্টা করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme