প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে মো. সেন্টু মিয়া (৩৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চাষাভাদ্রার গ্রামের আব্দুর মজিদ মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছে ৫ জন । আহতরা সবাই অটো রিক্সার যাত্রী ছিল।
শনিবার( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)। দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস। তিনি জানান, দূর্ঘটনা কবলিত ট্রলি ও অটো রিক্সা কে জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।
প্রত্যক্ষ্যদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে দশটার দিকে একটি যাত্রীবাহী অটোরিক্স্রা নাগরপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সামনে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বহন কারী ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সা সহ খাদে পরে যায়। আশ পাশের লোকজন ঘটনা স্থলে পৌছে আহত ৬ জন কে উদ্বার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসার জন্য নিয়ে য্য়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সা চালক মো. সেন্টু মিয়া কে মৃত ঘোষনা করেন। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।