প্রতিদিন প্রতিবেদক নাগরপর : নাগরপুরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের অসহায় ও দুঃস্থ্য পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মান বাবদ নগদ অর্থ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও অর্থ বিতরন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ছামিনা বেগম শিপ্রা।