প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: ‘‘পরিববার পরিকল্পনা সেবা গ্রহন করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’’ এ শ্লোগানে নাগরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে পরিবার পরিকল্পনা বিভাগ এর উদ্যোগে এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপাপ্ত) মোছাঃ মাহমুদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তারিম মসরুল,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরশাফ আলী, ডাঃ প্রিয়াংকা দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুব আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।