সংবাদ শিরোনাম:

নাগরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৩ বার দেখা হয়েছে।

খেলার সময় বাড়ির পাশের ডোবার পানিতে পরে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে।

নিহত শিশু টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের কাঠুরি গ্রামের আজিজ মিয়ার মেয়ে মাফিয়া আক্তার (৩)।

শিশুটির বাবা আজিজ মিয়া জানান, শনিবার দুপুরে খেলা করতে গিয়ে বাড়ির কাছের ডোবার পানিতে পড়ে যায় মাফিয়া।

পরে নিহতের মা ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নাগরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. শাহেদ আল ইমরান তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা. শাহেদ আল ইমরান জানান, শিশুটিকে আমাদের কাছে মৃত অবস্থায় দুপুর ২.৪০ মিনিটের সময় আনা হয়েছিল।

মাফিয়ার পরিবার আমাদের বলেছেন শিশুটিকে ডোবার পানি থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। তাই আমাদের ধারনা শিশুটি ঘটনা স্থলেই পানিতে ডুবে মারা গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme