প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : “খাদ্যের কথাভাবলেপুষ্টিরকথাওভাবুন” এ স্লোগান কে সামনে রেখে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুরে জাতীয় পুষ্টি সেবা সপ্তাহ শেষ হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম সাত দিন ব্যাপি সেবা সপ্তাহের সমাপ্তি ঘোষণা করেন।
এ উপলক্ষে সমাপণী দিনে বিভিন্ন ক্যাটাগরিতে শিশু, গৃহিনী ও কৃষকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আশরাফ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো.আনোয়ার হোসেন,
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহাবুব রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রোকুনুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতার সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।