প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: সারা দেশের ন্যায় নাগরপুরেও বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম প্রথম পুষ্পস্তবক অর্পন করেন। এরপর থানা পুলিশের পক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসহ অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন।