প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : সমাজভিত্তিক বন্যা ঝুঁকিব্যবস্থাপনা প্রকল্পে নাগরপুরে বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়া অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে শাহাজানী এম এ করিম উচ্চ বিদ্যালয় মাঠে ভারড়া দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিপিসি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন তালুকদারের সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা বেগম শাহীন, পানি উন্নয়ন বোর্ডের কনসালটেন্ট কাজী তৌফিকুল ইসলাম , জনিয়র এক্সপার্ট মো. সামাদ মিয়া, শিলা রানী দত্ত, আজমল হোসেন আকন্দ্র।
এসময় বন্যা প্রস্ততি ও সাড়াদান মহড়ার কর্মকর্তাসহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।