প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুর ৯ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু ও উপজেলা পরিষদের উদ্যোগে ভলিবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী ভলিবল টুর্ণামেন্টে অংশ গ্রহন করেন উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ ভাদ্রা ,দপ্তিয়র ও ধুবড়িয়া ।
উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ ভলিবল টুর্ণামেন্টে অংশ গ্রহন করবে। ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন তালুকদার।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনি , মো. দাউদুল ইসলাম দাউদ, এম ফিরোজ সিদ্দিকী, প্রধান শিক্ষক (ভারঃ) মো. শফিকুল ইসলাম সবুজ, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, মো.ছানোয়ার হোসেন ছানা, সাবেক ডেপুটি কমান্ডার গোলাম সারোয়ার, এস আই আল-মামুন ও মো.জাকির তালুকদার, রিপন খান টিটনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।